প্রয়াস বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা সেনানিবাস নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে ‘প্রয়াস‘ বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান এ নিন্মবর্ণিত পদে নিয়োগের জন্য যোগ্যতাসম্পন্ন প্রাথীদের নিকট দরখাস্ত আহবান করা হলো:

‎পদের নাম:

‎জুনিয়র/সহকারী শিক্ষক (প্রয়াস)

  • পদসংখ্যাঃ প্রয়োজন অনুযায়ী
  • শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক/স্নাতকোত্তর
  • বয়সঃ অনুর্ধব ৩২ বছর
  • বেতনঃ প্রয়াসের বেতন কাঠামো অনুযায়ী

‎২। জুনিয়র/সহকারী শিক্ষক (প্রত্যয়)

  • পদসংখ্যাঃ প্রয়োজন অনুযায়ী
  • শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক/স্নাতকোত্তর
  • বয়সঃ অনুর্ধব ৩২ বছর
  • বেতনঃ প্রয়াসের বেতন কাঠামো অনুযায়ী

‎আগ্রহী প্রাথীকে আগামী ২০ জুলাই ২০২৫ তারিখের মধ্যে ৫০০ (পাঁচশত) টাকা মুল্যের পে-অর্ডার সহ (অফেরতযোগ্য নিম্নলিখিত নথিপত্র সংযুক্ত) করে নির্বাহী পরিচালক ও অধ্যক্ষ, প্রয়াস, ঢাকা সেনানিবাস, ঢাকা ১২০৬ বরাবর আবেদন করতে হবে।

  • ‎জীবনবৃত্তান্তে (অবশ্যই মোবাইল নাম্বার থাকতে হবে)
  • ‎শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি।
  • ‎জাতীয়তা ও চারিত্রিক সনদপত্র ফটোকপি।
  • ‎জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি।
  • ‎সাম্প্রতিক তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।

‎উপরোল্লিখিত নথিপত্র ব্যতিত আবেদন পত্র গ্রহনযোগ্য নয়। আবেদনপত্রে পদের নাম সুনির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে। নিয়োগ পষদ কোন প্রকার কারণ দর্শানো ব্যাক্তিকে যে কোন আবেদনপত্র তথা সম্পুর্ণ নিয়োগ বাতিলের অধিকার সংরক্ষণ করে।

‎সতর্কীকরণ-

নিয়োগ২৪ একটি অনলাইন জব পোর্টাল। আমরা শুধু চাকরির বিজ্ঞপ্তি গুলো সংগ্রহ করে প্রকাশ করি। চাকরির ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেন করে প্রতারিত হলে নিয়োগ২৪ দায়ি থাকবে না।

‎সূত্র: বাংলাদেশ প্রতিদিন পত্রিকা

1 thought on “প্রয়াস বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা সেনানিবাস নিয়োগ বিজ্ঞপ্তি”

Leave a Comment