বসুন্ধরা প্রি-কাস্ট পাইল প্রকল্পের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি || ‎bashundhara job circular

বসুন্ধরা গ্রুপের অধীনস্থ নির্মানাধীণ প্রতিষ্ঠান “বসুন্ধরা রেডিমিক্স এন্ড কন্সট্রাকশন ইন্ডাস্ট্রিস লিমিটেড” এর অধীনে প্রি-কাস্ট পাইল প্রকল্পের জন্য জরুরী ভিত্তিতে নিন্মলিখিত পদের জন্য লোকবল নিয়োগ করা হবে।

Table of Contents

পদের নাম:

১। রোল বেডিং মেশিন অপারেটর (মেকানিকাল)

  • শিক্ষাগত যোগ্যতা: এইচ.এস.সি পাশ
  • অভিজ্ঞতা: ০৫ বছরের

২। ট্যাপিং মেশিন অপারেটর (মেকানিক্যাল)

  • শিক্ষাগত যোগ্যতা: এইচ.এস.সি পাশ
  • অভিজ্ঞতা: ০৫ বছরের

৩। ওয়েল্ডিং মেশিন অপারেটর (মেকানিক্যাল)

  • শিক্ষাগত যোগ্যতা: এইচ.এস.সি পাশ
  • অভিজ্ঞতা: ০৫ বছরের

৪। জুনিয়র অপারেটর (বয়লার ও কম্প্রেসার)

  • শিক্ষাগত যোগ্যতা: এইচ.এস.সি পাশ
  • অভিজ্ঞতা: ১-২ বছরের

৫। ইন্সট্রুমেন্ট টেকনিশিয়ান (ইন্সট্রমেন্ট)

  • শিক্ষাগত যোগ্যতা: এইচ.এস.সি পাশ
  • অভিজ্ঞতা: ০৪ বছরের

৬। মোটর উইন্ডার (ইলেক্ট্রিক্যাল)

  • শিক্ষাগত যোগ্যতা: এইচ.এস.সি পাশ
  • অভিজ্ঞতা: ০৫ বছরের

৭। সুপারভাইজার/ফোরম্যান (প্রোডাকশন)

  • শিক্ষাগত যোগ্যতা: এইচ.এস.সি পাশ
  • অভিজ্ঞতা: ১০ বছরের

৮। মেশিন অপারেটর/জুনিয়র অপারেটর (প্রোডাকশন)

  • শিক্ষাগত যোগ্যতা: এইচ.এস.সি পাশ
  • অভিজ্ঞতা: ০৪ বছরের

৯। সিনিয়র ক্রেন অপারেটর/ক্রেন অপারেটর (প্রোডাকশন)

  • শিক্ষাগত যোগ্যতা: এইচ.এস.সি পাশ
  • অভিজ্ঞতা: ০৮ বছরের

১০। ব্যাচিং প্লান্ট অপারেটর (প্রোডাকশন)

  • শিক্ষাগত যোগ্যতা: এইচ.এস.সি পাশ
  • অভিজ্ঞতা: ০৫ বছরের

১১। ডাম্প ট্রাক ড্রাইভার (প্রোডাকশন)

  • শিক্ষাগত যোগ্যতা: এইচ.এস.সি পাশ
  • অভিজ্ঞতা: ০৫ বছরের

১২। ডাম্প ট্রাক হেলপার (প্রোডাকশন)

  • শিক্ষাগত যোগ্যতা: এইচ.এস.সি পাশ
  • অভিজ্ঞতা: ০২ বছরের

১৩। কোয়ালিটি সুপারভাইজার (কোয়ালিটি কন্ট্রোল)

  • শিক্ষাগত যোগ্যতা: এইচ.এস.সি পাশ
  • অভিজ্ঞতা: ০৫ বছরের

‎আগ্রহী প্রাথীদেরকে চাকুরীর নিয়োগের আবেদন পত্র, ছবি সম্বলিত জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা সনদ, অভিজ্ঞতা সনদ, লাইসেন্স (প্রয়োজ্যক্ষেত্রে) নাগরিকতব সনদ ও জাতীয় পরিচয় পত্রের ফটোকপি আগামী ১৭ জুলাই ২০২৫ ইং তারিখ (বৃহস্পতিবার), বিকাল ৫:০০ ঘটিকার মধ্যে নিন্মবণিত ঠিকানায় পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।

‎আবেদন পত্র পাঠানোর ঠিকানা:

‎মানব সম্পদ ও প্রশাসন বিভাগ, বসুন্ধরা রেডিমিক্স এন্ড কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিস লিমিটেড, ন্যাশনাল স্পেশাল ইকোনামিক জোন, মিরসরাই, চট্রগ্রাম। অথবা ই-মেইল: zia_uddin@bgc-bd.com

‎সতর্কীকরণ

নিয়োগ২৪ – একটি অনলাইন জব পোর্টাল। আমরা শুধু চাকরির বিজ্ঞপ্তি গুলো সংগ্রহ করে প্রকাশ করি। চাকরির ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেন করে প্রতারিত হলে নিয়োগ২৪ দায়ি থাকবে না।

‎আমাদের সাথে যুক্ত হোন⬇️

‎Telegram: https://tinyurl.com/5munwx4k

‎Facebook: https://tinyurl.com/yeyjp77k

‎Instagram: https://tinyurl.com/4sasheye

সূত্র: বাংলাদেশ প্রতিদিন পত্রিকা

প্রয়াস বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা সেনানিবাস নিয়োগ বিজ্ঞপ্তি

Leave a Comment