মেরিটাইম প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রি-সি রেটিং কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি – ২০২৫

‎বাংলাদেশ একটি সমুদ্রবেষ্টিত দেশ হওয়ায় সমুদ্রগামী পেশায় দক্ষ জনশক্তির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই প্রেক্ষাপটে দেশীয় ও আন্তর্জাতিক শিপিং খাতে কর্মসংস্থানের সুযোগ কাজে লাগাতে আগ্রহীদের জন্য সমুদ্রপেশায় প্রবেশের প্রথম ধাপ হলো প্রি-সি রেটিং প্রশিক্ষণ কোর্স।

‎এই প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা জাহাজে কাজ করার জন্য প্রাথমিক দক্ষতা, নিরাপত্তা, শৃঙ্খলা এবং আন্তর্জাতিক সমুদ্র আইন সম্পর্কিত জ্ঞান অর্জন করে থাকে।

‎সরকারি ও বেসরকারি অনুমোদিত মেরিটাইম প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলো এই কোর্স পরিচালনা করে থাকে। নিন্মবর্ণিত মেরিটাইম প্রশিক্ষণ প্রতিষ্ঠানে ২০২৫ (গ্রীষ্মকালীন) প্রি-সি নাবিক (রেটিং) কোর্সে ভর্তির জন্য আবেদন আহবান করা যাচ্ছে।

আসন সংখ্যা

Table of Contents

১। ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট, চট্রগ্রাম

  • ডেক: ৫০ জন
  • ইঞ্জিন: ৫০ জন
  • স্টুয়ার্ড: ২৫ জন
  • কুক: ২৫ জন
  • ফিটার কাম ওয়েল্ডার: ৩০ জন
  • ইলেকট্রিশিয়ান: ২০ জন

২। ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট, মাদারীপুর

  • ডেক: ৩৫ জন
  • ইঞ্জিন: ২৫ জন
  • স্টুয়ার্ড: ১০ জন
  • কুক: ১০ জন
  • ফিটার কাম ওয়েল্ডার: ১০ জন
  • ইলেকট্রিশিয়ান: ১০ জন

৩। ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমি, গাজীপুর

  • ডেক: ২০ জন
  • ফিটার কাম ওয়েল্ডার: ১০ জন

৪। মাস মেরিন একাডেমি, চট্রগ্রাম

  • ডেক: ৩৫ জন
  • ইঞ্জিন: ১৫ জন

৫। ইন্টারন্যাশনাল মেরিটাইম ট্রেনিং একাডেমি, ঢাকা

  • ডেক: ৩০ জন
  • কুক: ১০ জন
  • ফিটার কাম ওয়েল্ডার: ১০ জন

৬। ওয়েশ মেরিটাইম একাডেমি, চট্রগ্রাম

  • ডেক:১৫ জন
  • ইঞ্জিন: ১০ জন
  • স্টুয়ার্ড: ১০ জন
  • কুক: ১০ জন
  • ফিটার-কাম-ওয়েল্ডার: ১০ জন

৭। ওয়ার্ল্ড মেরিটাইম ইনস্টিটিউট, নারায়ণগঞ্জ

  • ডেক: ২৩ জন
  • ইঞ্জিন: ১২ জন

বিঃদ্রঃ প্রয়োজনীয়তা বিবেচনা করে আসন সংখ্যা কম/বেশি করতে পারে।

আবেদনের যোগ্যতাঃ

ক। বয়সঃ

০১-০৭-২০২৫ ইং তারিখে সাধারণ প্রাথীদের বয়সসীমা ১৬ থেকে ২৫ বছর, ডিপ্লোমাধারী প্রাথীদের ক্ষেত্রে বয়সসীমা ২০ থেকে ৩৫ বছর এবং নৌবাহিনীর প্রাথীদের ক্ষেত্রে ২৫ হতে ৪৫ বছর। প্রাথীর এস.এস.সি/সমমান সনদে রেকর্ডকৃত বয়স বিবেচনা করা হবে। বয়স সম্পর্কিত অন্য কোন সনদ গ্রহন করা হবে না।

খ। আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতাঃ

  • ডেক ও ইঞ্জিন নাবিক (গ্রুপ-১): নুন্যতম এসএসসি,জিপিএ সর্বনিম্ন ২.৫ অথবা সমমানের।
  • স্টুয়ার্ড ও কুক নাবিক (গ্রুপ-২): নুন্যতম এসএসসি, জিপিএ সর্বনিম্ন ২.৫ অথবা সমমানের।
  • ইলেকট্রিশিয়ান নাবিক (গ্রুপ-৩): সরকার অনুমোদিত কোন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা অথবা নুন্যতম এসএসসি/সমমান পরিক্ষায় উত্তীর্ণসহ ২(দুই) বছরের ট্রেড কোর্স অথবা শিক্ষাগত যোগ্যতা সম্পুর্ণ বাংলাদেশ সেনাবাহিনীর ইলেক্ট্রিক্যাল ওয়ার্কশপে ৬ (ছয়) মাসের প্রশিক্ষণ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২(দুই) বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন।
  • ফিটার-কাম-ওয়েল্ডার নাবিক (গ্রুপ-৪): সরকার অনুমোদিত কোন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হতে মেরিন/মেকানিক্যাল/পাওয়ার/অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং/ শিপ বিল্ডিং এ ডিপ্লোমা পাশ অথবা এসএসসি/সমমান পরিক্ষায় উত্তীর্ণসহ ২(দুই) বছর মেয়াদী ট্রেড কোর্স পাশ অথবা নুন্যতম এসএসসি / সমমানসহ বিটাক বা সমমানের প্রতিষ্ঠান থেকে ওয়েল্ডিং অথবা মেশিন শপে ৩ মাসের প্রশিক্ষণ।

গ। উচ্চতা:

নুন্যতম ৫’-২”

ঘ। ওজন:

বিশ্ব স্বাস্থ সংস্থার BMI চার্ট মোতাবেক BMI নুন্যতম ১৭ এবং সর্ব্বোচ্চ ২৭। যেমন ৫’-২” এর ক্ষেত্রে ৪২-৬৭ কেজি।

ঙ। দৃষ্টিশক্তি:

চশমা ব্যতীত ডেক রেটিংদের জন্য দুই চোখ ৬/৬ এবং অন্যান্য রেটিংদের জন্য দুই চোখ কমপক্ষে ৬/১২ এবং সকল নাবিকের বর্ণান্ধতামুক্ত (কালার ব্লাইন্ডনেস) হতে হবে।

চুড়ান্ত নির্বাচন পদ্ধতির ধাপসমুহঃ


‎এস.এস.সি/ সমমানের পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এবং ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রাথীদের মুল্যায়ন করা হবে।

  • ভর্তি পরিক্ষার পদ্ধতিঃ নৈবিত্তিক (MCQ) পদ্ধতিতে মোট ১০০টি প্রশ্ন থাকবে।
  • বিষয় ভিত্তিক নম্বর বিভাজনঃ গনিত-৩০, ইংরেজি-৩৫, বাংলাদেশ ও সাধারন জ্ঞান-৩৫,
  • ‎ভর্তি পরীক্ষায় পাশ নম্বরঃ ৪০%
  • পরীক্ষার সময়ঃ ৯০ মিনিট

প্রশিক্ষণঃ

চুড়ান্তভাবে মনোনীত নাবিকগন বিভিন্ন সরকারি ও বেসরকারি মেরিটাইম প্রতিষ্ঠানে প্রশিক্ষণ শেষে সনদপ্রাপ্ত হবেন।

অনলাইনে আবেদন পদ্ধতিঃ

নৌপরিবহন অধিদপ্তরের ওয়েবসাইট (dos.gov.bd) এর মাধ্যমে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। আবেদন করতে কোন সমস্যা হলে dosrating.solutionart.net এর মাধ্যমেও আবেদন করা যাবে। আবেদনের নির্দেশিকা বর্ণিত ওয়েবসাইটে প্রদান করা হয়েছে।

আবেদনের ছবি তোলার ক্ষেত্রে নির্দেশিকায় বর্ণিত Mobile APP এ Login করে আবেদন পত্রের সাথে প্রার্থীর ছবি যুক্ত করতে হবে, যা পরবর্তীতে ভর্তি পরীক্ষার প্রতিটি ধাপে Al Face Verification এর মাধ্যমে প্রার্থী যাচাই এর কাজে ব্যবহৃত হবে। জাল প্রার্থীর ক্ষেত্রে গুরুতর আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে। আবেদন ফি ৬০০/- (সকল সার্ভিস চার্জসহ)

পরীক্ষার তারিখ/সময়/কেন্দ্রঃ

লিখিত পরীক্ষার তারিখ/সময়/কেন্দ্র পরবর্তীতে মোবাইলে এস.এম.এস / ওয়েবসাইট এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

আবেদনের তারিখঃ

  • আবেদনের শুরুর তারিখঃ ০৯/০৭/২০২৫ ইং
  • আবেদনের শেষ তারিখঃ ২৩/০৭/২০২৫ ইং

২৮/০৭/২০২৫ ইং তারিখ হতে অনলাইনে প্রবেশপত্র ডাইনলোড করা যাবে।

বিশেষ নির্দেশনাঃ

‎সরকারি মেরিটাইম ইনস্টিটিউট হতে পাশকৃত সকল নাবিকদের জাহাজে শিক্ষানবিশকালীন প্রশিক্ষণের বিষয়ে স্ব স্ব ইনস্টিটিউট সকল ধরনের সহযোগিতা প্রদান করবে।


‎বেসরকারি মেরিটাইম ইনস্টিটিউট কর্তৃপক্ষ নাবিকদের জাহাজে শিক্ষানবিশকালীন প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করবে। সরকারি ও বেসরকারি মেরিটাইম ইনস্টিটিউট নাবিক (রেটিং) ভর্তির ক্ষেত্রে তাদের নিজস্ব নিয়মাবলি অনুসরণ করবে এবং তাদের প্রশিক্ষণ খরচে ভিন্নতা রয়েছে।

IMG 20250709 171342 471 scaled

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন পত্রিকা

নিয়োগ২৪ সতর্কীকরণঃ

নিয়োগ২৪ – একটি অনলাইন জব পোর্টাল। আমরা শুধু চাকরির বিজ্ঞপ্তি গুলো সংগ্রহ করে প্রকাশ করি। চাকরির ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেন করে প্রতারিত হলে নিয়োগ২৪ দায়ি থাকবে না।

আমাদের সাথে যুক্ত হোন⬇️

‎Telegram: https://tinyurl.com/5munwx4k

‎Facebook: https://tinyurl.com/yeyjp77k

‎Instagram: https://tinyurl.com/4sasheye

1 thought on “মেরিটাইম প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রি-সি রেটিং কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি – ২০২৫”

Leave a Comment