BDS Ngo Job Circular 2025 || বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি

বিডিএস Ngo Job Circular 2025 বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি (বিডিএস) কর্তৃপক্ষ www.bdsbd.org ওয়েবসাইটে প্রকাশ করেছে। বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি চাকরির বিজ্ঞপ্তি ২০২৫ বাংলাদেশের অন্যতম সেরা Ngo Job Circular 2025 । বিডিএস এনজিও এই নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনজিও/বেসরকারি উন্নয়ন সংস্থায় চাকরি প্রত্যাশীদের জন্য। www.bdsbd.org চাকরির সার্কুলার ২০২৫ এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি (বিডিএস) চাকরির বিজ্ঞপ্তি ২০২৫ সম্পর্কিত সব তথ্য জানতে পুরো লেখাটি পড়ুন।

Ngo Job Circular 2025

০১। এরিয়া ম্যানেজার

  • বয়সসীমা: সর্বোচ্চ ৩৫-৪০ বছর।
  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতকোত্তর/স্নাতক ও কম্পিউটারে পারদর্শী হতে হবে। মাইক্রোফিন্যান্স প্রতিষ্ঠানে কমপক্ষে ০২ (দুই) বছরের এবং ৬/৭টি শাখা সুপারভিশনের অভিজ্ঞতা ।
  • মাসিক বেতন: ৩৮,০০০/- পরবর্তীতে ৪০,০০০/- টাকা। নিজস্ব বৈধ লাইসেন্সসহ মোটরসাইকেল থাকতে হবে।

০২। ম্যানেজার (অডিট)

  • বয়সসীমা: অনূর্ধ্ব ৩৫ বছর।
  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: হিসাববিজ্ঞান/ ফিন্যান্স বিষয়ে স্নাতকোত্তর/স্নাতক। পিকেএসএফ এর মাইক্রোফিন্যান্স প্রতিষ্ঠানে উক্ত পদে ০৩ (তিন) বছর নিরীক্ষা কার্য পরিচালনার অভিজ্ঞতা।
  • মাসিক বেতন: ৩৮,০০০/- পরবর্তীতে ৪০,০০০/- টাকা। নিজস্ব বৈধ লাইসেন্সসহ মোটরসাইকেল থাকতে হবে।

০৩। পদের নাম : শাখা ম্যানেজার

  • বয়সসীমা: অনূর্ধ্ব ৩৫ বছর।
  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক/স্নাতকোত্তর ও MS Office এবং অটোমেশনসহ কম্পিউটারের পারদর্শী এবং পিকেএসএফ এর সহযোগী সংস্থায় উক্ত পদে কমপক্ষে ০৩ বছরের অভিজ্ঞতা।
  • মাসিক বেতন: ৩২,০০০/- পরবর্তীতে ৩৫,০০০/- টাকা। নিজস্ব বৈধ লাইসেন্সসহ মোটরসাইকেল থাকতে হবে।

০৪। পদের নাম : হিসাবরক্ষক কাম সুপারভাইজার

  • বয়সসীমা: সর্বোচ্চ ২৫-৩৫ বছর।
  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক/স্নাতকোত্তর (বাণিজ্য) ও কম্পিউটার MS Office এবং অটোমেশনসহ কম্পিউটারের সকল কাজে পারদর্শী হতে হবে। ঋণ কার্যক্রমের হিসাব ব্যবস্থাপনায় উক্ত পদে কমপক্ষে ০২ (দুই) বছরের অভিজ্ঞতা।
  • মাসিক বেতন: ২৮,০০০/- পরবর্তীতে ৩০,০০০/- । নিজস্ব বৈধ লাইসেন্সসহ মোটরসাইকেল থাকতে হবে।

০৫। পদের নাম: ফিল্ড অফিসার

  • বয়সসীমা: সর্বোচ্চ ২৫-৩০ বছর ।
  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: (স্নাতক/স্নাতকোত্তর)/এইচএসসি। ঋণ কর্মসূচীতে উক্ত পদে কমপক্ষে ০২ (দুই) বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
  • মাসিক বেতন: স্নাতক/স্নাতকোত্তর ২২,০০০/- পরবর্তীতে ২৪,০০০/- টাকা এবং এইচএসসি ২০,০০০/- পরবর্তীতে ২২,০০০/- টাকা। ইহা ছাড়াও আনুষঙ্গিক ভাতাদিসহ সুবিধাদি রয়েছে। নিজস্ব বৈধ লাইসেন্সসহ মোটরসাইকেল প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে/বাইসাইকেল থাকতে হবে। (যোগ্যতাসম্পন্ন নারী কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে)

০৬। পদের নাম : মনিটরিং এন্ড ইভালুয়েশন অফিসার

  • বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর।
  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ স্নাতক/স্নাতকোত্তর। মৎস্য খাত উন্নয়নবিষয়ক কর্মকাণ্ডে জাতীয়/আন্তর্জাতিক সংস্থায় ০২ (দুই) বছর প্রকল্প ব্যবস্থাপনা কাজের বাস্তব অভিজ্ঞতা । কম্পিউটারে দক্ষ হতে হবে।
  • মাসিক বেতন: ৪০,০০০/- টাকা ও আনুষঙ্গিক ভাতাদি ।

অন্যান্য শর্তাবলী ও সুবিধা

বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত ওয়েব সাইটে পেতে ভিজিট করুন www.bdsbd.org। আবেদনকারীর পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত ও অভিজ্ঞতার সার্টিফিকেটসহ পূর্ববর্তী চাকুরীর সময়কালীন নিয়োগপত্র, স্থায়ীকরণ পত্র এবং যথাযথ নিয়মে অব্যাহতি পত্রসহ চাকুরীতে প্রাপ্ত সকল ডকুমেন্টস এবং মোবাইল নম্বরসহ আবেদনপত্র আগামী ৩০/০৯/২০২৫ খ্রীঃ তারিখের মধ্যে, “মানবসম্পদ বিভাগ” “বিডিএস ভবন”, ৫ সদর রোড, বরিশাল ঠিকানায় ডাকযোগে/কুরিয়ারে/সরাসরি প্রেরণ করতে হবে। চাকুরীতে চলমান প্রার্থীদের অগ্রধিকার বিশেষভাবে বিবেচিত হইবে।

আবেদনের শেষ তারিখ: ৩০ সেপ্টেম্বর ২০২৫ ইং

সতর্কীকরণ-

নিয়োগ২৪ – একটি অনলাইন জব পোর্টাল ওয়েবসাইট। আমরা শুধু চাকরির বিজ্ঞপ্তি গুলো সংগ্রহ করে প্রকাশ করি। চাকরির ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেন করে প্রতারিত হলে নিয়োগ২৪ দায়ি থাকবে না।

Leave a Comment