Ghashful NGO job circular 2025 ২টি পদে ৬ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে

Ghashful NGO job circular 2025www.ghashful-bd.org-এ ঘাসফুলত কর্তৃপক্ষ কর্তৃক Ghashful job circular 2025 বাংলাদেশে অন্যতম সেরা Ngo job circular 2025 । ঘাসফুল এনজিও এনজিও ডেভেলপমেন্ট/প্রাইভেট চাকরিপ্রার্থীদের জন্য এই নতুন চাকরির বিজ্ঞপ্তি ঘোষণা করেছে। www.ghashful-bd.org চাকরির বিজ্ঞপ্তি ২০২৫ এবং Ghashful NGO job circular 2025 সম্পর্কিত সমস্ত তথ্য জানতে পুরো লেখাটি পড়ুন।

Ghashful NGO job circular 2025 কর্তৃপক্ষ কর্তৃক ৩০ আগস্ট ২০২৫ তারিখে প্রকাশিত হয়েছে। চাকরির আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১০ সেপ্টেম্বর ২০২৫। ঘাসফুল এনজিও মোট ০৬ জনকে ০২টি পদে নিয়োগ দেবে। ঘাসফুল চাকরি প্রার্থীদের জন্য সুখবর তারা এই NGO job circular 2025 অনলাইনে আবেদন করতে পারবেন।

Ghashful NGO job circular 2025

১। পদের নামঃ প্রকল্প সম্নয়কারী

  • পদের সংখ্যাঃ ১ জন
  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ স্নাতকোত্তর। অভিজ্ঞতা অগ্রাধিকার।
  • বয়সঃ ৩০-৩৫ বছর (অভিজ্ঞতাক্ষেত্রে বয়স সিথিলযোগ্য)
  • কর্ম এলাকাঃ চাপাইনবয়াবগঞ্জ, ধামইরহাট, মান্দা, পত্নীতলা ও মহাদেরপুর উপজেলা।
  • বেতনঃ ২৫০০০/- প্রকল্পের বাজেট অনুযায়ী অনান্য সুযোগ সুবিধাদি প্রধান করা হবে।

২। পদের নামঃ প্রোগ্রাম অফিসার

  • পদের সংখ্যাঃ ৫ জন
  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ স্নাতক। অভিজ্ঞতা অগ্রাধিকার।
  • য়সঃ ২৫-৪৫ বছর (অভিজ্ঞতাক্ষেত্রে বয়স সিথিলযোগ্য)
  • কর্ম এলাকাঃ চাপাইনবয়াবগঞ্জ, ধামইরহাট, মান্দা, পত্নীতলা ও মহাদেরপুর উপজেলা।
  • বেতনঃ ১৭০০০/- প্রকল্পের বাজেট অনুযায়ী অনান্য সুযোগ সুবিধাদি প্রধান করা হবে।

আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, সদ্য তোলা দুই কপি ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে অভিজ্ঞতার সনদপত্র, জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত কপিসহ খামের উপর পদের নাম ও মোবাইল নম্বর উল্লেখপূর্বক আবেদনপত্র আগামী ১০/০৯/২০২৫ তারিখের মধ্যে বরাবর মানবসম্পদ বিভাগ, ঘাসফুল, বাড়ি নং # ৬২, রোড # ০৩, ব্লক-বি, চান্দগাঁও আবাসিক এলাকা, চট্টগ্রাম এই ঠিকানায় ডাকযোগে/কুরিয়ার/সরাসরি পৌঁছাতে হবে।

ই-মেইল: ghashfulrecruitment@gmail.com। প্রাথমিক বাছাইয়ে যোগ্য বিবেচিত হলে প্রার্থীদেরকে পরীক্ষার স্থান, তারিখ ও সময় প্রার্থীর আবেদন পত্রে উল্লেখিত মোবাইল নম্বরে বা ইমেইলে জানানো হবে। উল্লেখ্য যে, ঘাসফুলে নিয়োগ সংক্রান্ত বিষয়ে কোন ধরনের তদবির কিংবা আর্থিক লেনদেন প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে এবং কোন ধরনের আর্থিক লেনদেনের ব্যাপারে ঘাসফুল কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

Ghashful NGO job circular 2025 আবেদন পদ্ধতি

আপনি কি Ghashful NGO job circular 2025 এর জন্য আবেদন করতে চান? যদি আপনি Ghashful job circular 2025 এর জন্য যোগ্য ব্যক্তি হন, এবং চাপের মধ্যে কাজ করার আত্মবিশ্বাসী, স্বপ্রণোদিত, উদ্যমী ও কর্মঠ হন তবে Ghashful NGO job circular 2025 এ উল্লেখিত নির্দেশনা অনুযায়ী আপনার চাকরির আবেদন বা সিভি জমা দিতে পারবেন।

Ghashful NGO job circular এর জন্য আবেদন করার আগে চাকরির আবেদন যোগ্যতা এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে ভালোভাবে জানা গুরুত্বপূর্ণ। Ghashful NGO job circular 2025 এর আবেদন যোগ্যতার বিস্তারিত নিচে দেওয়া হলো।

Ghashful NGO job circular 2025 আবেদন যোগ্যতা

  • প্রার্থীর বয়স অবশ্যই Ghashful job circular 2025 এ উল্লেখিত বয়স সীমার মধ্যে হতে হবে।
  • আপনার অবশ্যই Ghashful NGO job circular 2025 অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা থাকতে হবে।
  • প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার সনদের কপি প্রদর্শন করতে হবে।
  • আপনাকে অবশ্যই Ghashful NGO job circular 2025 এর নির্দেশনা অনুযায়ী আবেদন করতে হবে।

Ghashful NGO job circular 2025 image/ picture

ghashful ngo job 2025 1

niyog24.xyz

সতর্কীকরণ-

নিয়োগ২৪ – একটি অনলাইন জব পোর্টাল ওয়েবসাইট। আমরা শুধু চাকরির বিজ্ঞপ্তি গুলো সংগ্রহ করে প্রকাশ করি। চাকরির ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেন করে প্রতারিত হলে নিয়োগ২৪ দায়ি থাকবে না।

Leave a Comment