NRBC Bank চাকরির বিজ্ঞপ্তি ২০২৫ NRBC Bank পিএলসি কর্তৃপক্ষ কর্তৃক www.nrbcommercialbank.com ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। NRBC Bank চাকরির বিজ্ঞপ্তি ২০২৫ সম্পর্কে বিস্তারিত তথ্য যেমন: চাকরির প্রকাশের তারিখ, আবেদন করার শেষ তারিখ, শিক্ষাগত যোগ্যতা, কীভাবে আবেদন করতে হবে ইত্যাদি নিচে বর্ণনা করা হয়েছে।
পদের নাম
Chief Human Resources Officer (CHRO)
- পদের সংখ্যাঃ ১ জন
- অভিজ্ঞতাঃ কমপক্ষে ১৫ বছর
- বয়সঃ ৩১.০৭.২০২৫ তারিখে সর্বোচ্চ ৫৫ বছর
শিক্ষাগত যোগ্যতা
- মাস্টার্স
- মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (MBA)
- কোনো স্বীকৃত পাবলিক বিশ্ববিদ্যালয় অথবা ইউজিসি অনুমোদিত/স্বীকৃত প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর/মাস্টার্স ডিগ্রি (অগ্রাধিকারযোগ্য HRM-এ) যেমন MBA অথবা অন্যান্য প্রফেশনাল ডিগ্রিধারী হতে হবে।
- একাডেমিক জীবনের কোনো পর্যায়ে ৩য় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়।
যোগ্যতা
- শক্তিশালী ব্যবসায়িক উপলব্ধি, কৌশলগত চিন্তাভাবনা ও সমস্যা সমাধানের দক্ষতা থাকতে হবে।
- এইচআর, প্রযুক্তি বাস্তবায়ন এবং ডেটা অ্যানালিটিক্স প্রকল্পে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা থাকতে হবে।
- শক্তিশালী বিশ্লেষণী ও আর্থিক বোঝাপড়া থাকতে হবে, এইচআর বাজেট তৈরি ও ব্যবস্থাপনায় দক্ষতা থাকতে হবে।
- ব্যাংকের লক্ষ্য ও উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ মানবসম্পদ কৌশল তৈরি ও বাস্তবায়নের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
- চমৎকার আন্তঃব্যক্তিক, যোগাযোগ ও সম্পর্ক তৈরির দক্ষতা থাকতে হবে এবং সফল এইচআর টিম গঠনে সক্ষমতার প্রমাণ থাকতে হবে।
- সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে অংশীদারিত্বে কাজ করার জন্য নেতৃত্বের সক্ষমতা ও টিম ব্যবস্থাপনার দক্ষতা থাকতে হবে, যাতে কর্মী পরিকল্পনা ও প্রতিভা অর্জনের কার্যক্রম পরিচালনা করা যায়।
- মানবসম্পদ ব্যবস্থাপনায় ন্যূনতম ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে, যার মধ্যে অন্তত ৫ বছর কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে উচ্চপদে (সিনিয়র লিডার/এক্সিকিউটিভ পজিশনে) দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকতে হবে।
- উদ্ভাবনী এইচআর প্রোগ্রাম ও উদ্যোগ তৈরি ও বাস্তবায়নের সক্ষমতা থাকতে হবে, যা কর্মী সম্পৃক্ততা, কর্মদক্ষতা ও ধরে রাখার হার বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখে।
- মানবসম্পদ নীতি, পদ্ধতি ও সর্বোত্তম চর্চা সম্পর্কে বিস্তৃত জ্ঞান থাকতে হবে, পাশাপাশি শ্রম আইন, ব্যাংক কোম্পানি আইন ও অন্যান্য সংশ্লিষ্ট নিয়ন্ত্রক নীতিমালার ব্যাপারে সুস্পষ্ট ধারণা থাকতে হবে।
দায়িত্ব ও প্রাসঙ্গিকতা
NRBC Bank পিএলসি একটি প্রতিশ্রুতিশীল আর্থিক প্রতিষ্ঠান, যা সর্বোচ্চ মানসম্পন্ন ব্যাংকিং সেবা প্রদান, দেশব্যাপী কার্যক্রম বিস্তার এবং কর্পোরেট সুশাসন, নৈতিকতা ও বিধিমালার প্রতি প্রতিশ্রুতিশীলতার মাধ্যমে পেশাগত উন্নয়নের উপর গুরুত্ব দিয়ে কাজ করছে।
NRBC Bank – CHRO এর মূল দায়িত্বসমূহ
কৌশলগত পরিকল্পনা
শীর্ষ ব্যবস্থাপনাকে কার্যকর পরামর্শ প্রদান এবং নির্বাহী সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা। ব্যাংকের লক্ষ্য ও উদ্দেশ্যের সাথে সামঞ্জস্য রেখে কার্যকর মানবসম্পদ কৌশল তৈরি ও বাস্তবায়ন করা। এইসাথে বাজেট পরিকল্পনা, পূর্বাভাস, প্রতিবেদন ইত্যাদি পরিচালনা করে সম্পদের দক্ষ ব্যবহারে সহায়তা করা।
ট্যালেন্ট ডেভেলপমেন্ট ও সম্পর্ক উন্নয়ন
কর্মীদের সর্বোচ্চ সামর্থ্য উন্মোচনে প্রশিক্ষণ ও উন্নয়নের সুযোগ তৈরি করা। শীর্ষ নেতৃত্বের সঙ্গে মিলে কর্মীবাহিনী পরিকল্পনা ও দক্ষ জনবল নিয়োগ কৌশল বাস্তবায়নে কাজ করা যাতে সঠিক সময়ে সঠিক স্থানে সঠিক মানুষ থাকে।
পারিশ্রমিক ও সুবিধা ব্যবস্থাপনা
কর্মীদের সুবিধা, প্রশাসন, শ্রম সম্পর্ক ও নীতিনির্ধারণ সংক্রান্ত কার্যক্রম তদারকি করা। কর্মী সম্পৃক্ততা বৃদ্ধিতে পুরস্কার, স্বীকৃতি ও উন্নয়নমূলক কার্যক্রমসমূহ কার্যকরভাবে বাস্তবায়ন করা।
ঝুঁকি ব্যবস্থাপনা
মানবসম্পদ ও কর্মী সম্পর্ক সংক্রান্ত আইনগত ও বিধিমালার সঙ্গে সামঞ্জস্য বজায় রাখা। ব্যবস্থাপনা ও কর্মীদের মধ্যে সমন্বয় সাধন ও বিরোধ নিষ্পত্তি করা।
বৈচিত্র্য, সমতা, অন্তর্ভুক্তি ও সংস্কৃতি ব্যবস্থাপনা
একটি অন্তর্ভুক্তিমূলক ও সম্মানজনক কর্মপরিবেশ গঠনের লক্ষ্যে কার্যক্রম বাস্তবায়ন করা। এমন একটি সাংগঠনিক সংস্কৃতি গড়ে তোলা যেখানে প্রত্যেক কর্মী সম্মানিত, মূল্যায়িত ও স্বাগত বোধ করেন।
কর্মী সম্পর্ক ও সম্পৃক্ততা
ট্যালেন্ট ম্যানেজমেন্ট, কর্মী সম্পর্ক ও অন্যান্য মানবসম্পদ কার্যক্রম সমর্থনে সর্বোত্তম নীতিমালা ও প্রক্রিয়া তৈরিতে এইচআর টিমকে নেতৃত্ব প্রদান করা।
পারফরমেন্স মূল্যায়ন
এমন একটি পারফরমেন্স ম্যানেজমেন্ট সিস্টেম (PMS) তৈরি ও পরিচালনা করা যা কর্মীদের কার্যক্ষমতা, সম্পৃক্ততা ও ক্যারিয়ার উন্নয়নে সহায়তা করবে।
প্রযুক্তি ব্যবস্থাপনা
ব্যাংকের ব্যবসায়িক প্রয়োজনের সাথে সামঞ্জস্য রেখে এইচআর সিস্টেম, প্রযুক্তি ও ডেটা অ্যানালাইটিকস কার্যকরভাবে পরিচালনা করা।
পদমর্যাদা
এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট থেকে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (SEVP)
বেতন ও অন্যান্য সুবিধাদি
আর্থিক সুবিধাসমূহঃ যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে আলোচনা সাপেক্ষে/প্রতিযোগিতামূলক প্যাকেজ।
চাকরির ধরণ
- ফুল টাইম (Full Time)
কর্মস্থল
- প্রধান কার্যালয়, ঢাকা
NRBC Bank আবেদন প্রদ্ধতি
আগ্রহী প্রাথীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য লিংকে ক্লিক করুন বা এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য এই লিংকে ক্লিক করুন
আবেদনের শেষ তারিখঃ ০৮ আগষ্ট ২০২৫ ইং
NRBC Bank PLC. 114, motijheel, c/a, Dhaka 1000
সতর্কীকরণ
নিয়োগ২৪ – একটি অনলাইন জব পোর্টাল। আমরা শুধু চাকরির বিজ্ঞপ্তি গুলো সংগ্রহ করে প্রকাশ করি। চাকরির ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেন করে প্রতারিত হলে নিয়োগ২৪ দায়ি থাকবে না।