PSTC Ngo Job Circular 2025 প্রকাশ করেছে PSTC কর্তৃপক্ষ www.pstc-bgd.org ওয়েবসাইটে। Population Services and Training Center (PSTC) Job Circular 2025 বাংলাদেশের অন্যতম সেরা Ngo Job Circular 2025 । PSTC Ngo এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ঘোষণা করেছে এনজিও ডেভেলপমেন্ট/প্রাইভেট চাকরি প্রার্থীদের জন্য। www.pstc-bgd.org Ngo Job Circular 2025 এবং PSTC Job Circular 2025 সম্পর্কিত সকল তথ্য জানতে পুরো আর্টিকেলটি পড়ুন।
PSTC Ngo Job Circular 2025 কর্তৃপক্ষের দ্বারা ২৯ আগস্ট ২০২৫ তারিখে প্রকাশিত হয়েছে। চাকরির আবেদন জমা দেওয়ার শেষ তারিখ হলো ০৬ সেপ্টেম্বর ২০২৫। PSTC Ngo মোট ১৩টি পদে ২০ জনকে নিয়োগ দেবে। Population Services and Training Center (PSTC) এর চাকরি প্রার্থীদের জন্য সুখবর হলো তারা এই Ngo Job Circular 2025 অনলাইনে আবেদন করতে পারবেন।
PSTC NGO Job Circular 2025
১। পদের নামঃ ক্লিনিক ম্যানেজার
- পদের সংখ্যাঃ ১ জন
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ এমবিবিএস ডিগ্রিধারী ও বিএমডিসির রেজিস্ট্রেশন থাকতে হবে। এমপিএইচ অগ্রগণ্য। এনজিও ক্লিনিক/প্রাইভেট ক্লিনিক/মাতৃসদন ব্যবস্থাপনায় ৫ বৎসর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- বেতনঃ ৩৭,১৬০/- (সর্বসাকূল্যে)
২। পদের নামঃ স্পেসালিষ্ট ফিজিসিয়ান (গাইলী/অবস) মহিলা
- পদের সংখ্যাঃ ১ জন
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ এমবিবিএস, গাইনী/অবস এ স্নাতকোত্তর ডিগ্রী/ডিজিও আবশ্যক। তাছাড়া গাইনী এন্ড অবস বিষয়ে এনজিও ক্লিনিক/প্রাইভেট ক্লিনিক/মাতৃসদন ব্যবস্থাপনায় ৩ বৎসর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- বেতনঃ ৪৫,২২০/- (সর্বসাকূল্যে)
৩। পদের নামঃ ফিজিসিয়াম (মহিলা)
- পদের সংখ্যাঃ ২ জন
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ এমবিবিএস পাশ। বিএমডিসির রেজিস্ট্রেশন থাকতে হবে। ইএসপি, ইপিআই ও পরিবার পরিকল্পনা কার্যক্রমে ৩ বৎসরের অভিজ্ঞতা থাকতে হবে।
- বেতনঃ ২৮,৪৮০/- (সর্বসাকূল্যে)
৪। পদের নামঃ মেডিক্যাল অফিসার (মহিলা)
- পদের সংখ্যাঃ ২ জন
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ এমবিবিএস পাশ। বিএমডিসির রেজিস্ট্রেশন থাকতে হবে। ৩ বৎসরের অভিজ্ঞতা থাকতে হবে।
- বেতনঃ ২৮,৪৮০/- (সর্বসাকূল্যে)
৫। পদের নামঃ নার্স (মহিলা)
- পদের সংখ্যাঃ ১ জন
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ ডিপ্লোমা ইন নার্সিং। পরিবার পরিকল্পনা কার্যক্রমে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
- বেতনঃ সর্বসাকুল্যে ২১,৬৮০/- টাকা
আরও পড়ুনঃ
- BRAC Ngo Job Circular 2025 বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি (BRAC)
- BDS Ngo Job Circular 2025 || বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি
- এসএসসি পাশে নিয়োগ দিবে ইসলামী ব্যাংক পিএলসি
৬। পদের নামঃ ল্যাব টেকনিশিয়ান
- পদের সংখ্যাঃ ১ জন
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ হেলথ টেকনোলজী ইনষ্টিটিউট থেকে ডিপ্লোমাধারী।
- বেতনঃ সর্বসাকুল্যে ২১,৬৮০/ টাকা
৭। পদের নামঃ এ্যাডমিনিস্ট্রেশন এ্যাসিষ্ট্যান্ট
- পদের সংখ্যাঃ ১ জন
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ এইচএসসি ২য় বিভাগে পাশ। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা ও কম্পিউটারে দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার।
- বেতনঃ ১৫,৮২৪/- (সর্বসাকূল্যে)
৮। পদের নামঃ ফ্যামিলী ওযেলফেয়ার ভিজিটর ( মহিলা)
- পদের সংখ্যাঃ ১ জন
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ সরকারী প্রতিষ্ঠান হতে ১৮ মাসের এফডব্লিউভিসহ এইচএসসি পাশ। পরিবার পরিকল্পনা সেবা কার্যক্রমে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার।
- বেতনঃ ১৭,৩৬০/- (সর্বসাকূল্যে)
৯। পদের নামঃ রিসিপশনিষ্ট (মহিলা)
- পদের সংখ্যাঃ ১ জন
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ এইচএসসি ২য় বিভাগে পাশ। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার।
- বেতনঃ ১৫,৮২৪/- (সর্বসাকূল্যে)
১০। পদের নামঃ ফ্যামিলী ওযেলফেয়ার এসিস্ট্যান্ট (মহিলা)
- পদের সংখ্যাঃ ২ জন
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ এইচএসসি পাশ। স্বাস্থ্য সেবা কার্যক্রমে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার।
- বেতনঃ ১৫,৪৪০/- (সর্বসাকূল্যে)
১১। পদের নামঃ অফিস এ্যাটেনডেন্ট
- পদের সংখ্যাঃ ১ জন
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ এসএসসি পাশ। স্বাস্থ্য সেবা কার্যক্রমে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার।
- বেতনঃ ১২,৪৪০/- (সর্বসাকূল্যে)
১২। পদের নামঃ ক্লিনিক এইড (মহিলা)
- পদের সংখ্যাঃ ৩ জন
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ অষ্টম শ্রেনী পাশ। স্বাস্থ্য সেবা কার্যক্রমে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার।
- বেতনঃ ১২,৬৪০/- (সর্বসাকূল্যে)
১৩। পদের নামঃ ম্যাসেঞ্জার কাম সিকিউরিটি গার্ড
- পদের সংখ্যাঃ ৩ জন
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ অষ্টম শ্রেনী পাশ। স্বাস্থ্য সেবা কার্যক্রমে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার।
- বেতনঃ ১২,৪৪০/- (সর্বসাকূল্যে)
আগ্রহী প্রার্থীদের আগামী ০৬ সেপ্টেম্বর ২০২৫ইং তারিখের মধ্যে জীবন বৃত্তান্ত, ১ কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, অভিজ্ঞতার সনদপত্র, জাতীয় পরিচয় পত্র, দুইজন রেফারেন্সকারীর নাম ও মোবাইল নং সহ মেম্বার সেক্রেটারি, কর্মী নিয়োগ কমিটি, পিএসটিসি ভবন, বাড়ি # ৫, মেইন রোড, ব্লক-বি, আফতাবনগর, বাড্ডা, ঢাকা-১২১২ বরাবর আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
কোন প্রকার ব্যক্তিগত যোগাযোগ বা তদবীর হলে প্রার্থীর প্রার্থীতা বাতিল হবে। খামের উপর ডান পাশে পদের নাম উল্লেখ করতে হবে। প্রাথমিকভাবে বাছাইকিত প্রার্থীদের পরীক্ষার জন্য আহ্বান করা হবে।
- আবেদনের শেষ তারিখঃ ০৬ সেপ্টেম্বর ২০২৫ইং
- সুত্রঃ দৈনিক আজকের পত্রিকা, ২৯ আগষ্ট ২০২৫ ইং
PSTC NGO Job Circular 2025 Image

সতর্কীকরণ-
নিয়োগ২৪ – একটি অনলাইন জব পোর্টাল ওয়েবসাইট। আমরা শুধু চাকরির বিজ্ঞপ্তি গুলো সংগ্রহ করে প্রকাশ করি। চাকরির ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেন করে প্রতারিত হলে নিয়োগ২৪ দায়ি থাকবে না।