তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে ১৭৭ জন নিয়োগ ২০২৫ – পদ, যোগ্যতা ও আবেদন

‎বাংলাদেশ সরকারের অধীনস্থ একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় দেশের গণমাধ্যম, তথ্য প্রযুক্তি, প্রচার ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রশাসনিক ও তথ্য প্রযুক্তিগত কার্যক্রমকে আরও গতিশীল ও দক্ষ করে তুলতে সম্প্রতি তথ্য মন্ত্রণালয় বিভিন্ন ক্যাটাগরির ১৪টি পদে মোট ১৭৭ জন লোকবল নিয়োগের ঘোষণা দিয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে দেশের যোগ্য ও দক্ষ নাগরিকদের সরকারি চাকরিতে অংশগ্রহণের একটি গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি হয়েছে।

‎নিয়োগ বিজ্ঞপ্তিতে অফিস সহকারী, কম্পিউটার অপারেটর, সাঁটলিপিকার, হিসাবরক্ষক, নিরাপত্তা প্রহরী, গাড়িচালকসহ বিভিন্ন পদ অন্তর্ভুক্ত রয়েছে, যা দেশের তরুণ ও মেধাবী প্রার্থীদের জন্য একটি সুসংবাদ। স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের এসব পদে উপযুক্ত প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগের বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়া জানতে নিচের সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ুন।

পদের নামঃ

১। সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর

  • পদসংখ্যাঃ ২ জন
  • যোগ্যতা ও অভিজ্ঞতাঃ স্নাতক বা সমমানের ডিগ্রী। কম্পিউটার চালানোর দক্ষতা এবং সাঁটলিপি গতি ৫০-৮০ শব্দ ও টাইপিং গতি ২৫-৩০ শব্দ।
  • বেতনঃ ১১০০০-২৬৫৯০/-

২। ঊর্ধ্বতন কণ্ঠশিল্পী

  • পদসংখ্যাঃ ৩ জন
  • যোগ্যতা ও অভিজ্ঞতাঃ সংগীতে স্নাতক বা সমমানের ডিগ্রী। গানের মাধ্যমে কর্মসূচি প্রচারের অভিজ্ঞতা।
  • বেতনঃ ১১০০০-২৬৫৯০/-

৩। সাউন্ড মেকানিক

  • পদসংখ্যাঃ ৪ জন
  • যোগ্যতা ও অভিজ্ঞতাঃ এস.এস.সি ও সমমানের পরিক্ষায় উত্তীর্ণ। ইলেকট্রনিক ও ইলেকট্রিকাল কাজের ২ বছরের অভিজ্ঞতা।
  • বেতনঃ ১০২০০-২৪৬৮০/-

৪। ড্রাইভার

  • পদসংখ্যাঃ ২২ জন
  • যোগ্যতা ও অভিজ্ঞতাঃ এসএসসি ও সমমানের পরিক্ষায় উত্তীর্ণ। ভারী মোটরগাড়ি চালনার লাইসেন্স প্রাপ্ত ২ বছরের কর্ম অভিজ্ঞতা।
  • বেতনঃ ৯৭০০-২৩৪৯০/-

৫। অফিস সহকারী কাম-কম্পিউটার-মদ্রাক্ষরিক

  • পদসংখ্যাঃ ৪০ জন
  • যোগ্যতা ও অভিজ্ঞতাঃ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরিক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার চালানোর দক্ষতা এবং বাংলা ও ইংরেজি টাইপিং এর গতি ২০ ও ২০ শব্দ।
  • বেতনঃ ৯৩০০-২২৪৯০/-

৬। হিসাব সহকারী

  • পদসংখ্যাঃ ২ জন
  • যোগ্যতা ও অভিজ্ঞতাঃ এইচ.এস.সি বা সমমানের পরিক্ষায় উত্তীর্ণ। Microsoft office, MS World and Excel, ও online কর্ম দক্ষতা।
  • বেতনঃ ৯৩০০-২২৪৯০/-

৭। ঘোষক

  • পদসংখ্যাঃ ১৮ জন
  • যোগ্যতা ও অভিজ্ঞতাঃ এইচ.এস.সি বা সমমান পাশ। ঘোষনা বার্তা তৈর করার দক্ষতা এবং কম্পিউটার চালানোর দক্ষতা।
  • বেতনঃ ৯৩০০-২২৪৯০/-

৮। স্টোর এ্যাসিস্ট্যান্ট

  • পদসংখ্যাঃ ২ জন
  • যোগ্যতা ও অভিজ্ঞতাঃ এইচ.এস.সি বা সমমান পাশ। স্টোর এ্যাসিস্ট্যান্ট কাজে ২ বছরের কর্ম দক্ষতা ও কম্পিউটার চালানোর দক্ষতা।
  • বেতনঃ ৯৩০০-২২৪৯০/-

৯। মোটর মেকানিক

  • পদসংখ্যাঃ ১ জন
  • যোগ্যতা ও অভিজ্ঞতাঃ এস.এস.সি বা সমমান। ২ বছরের অটোমোবাইল কোর্সে উত্তির্ণ এবং মেরামত কাজের ২ বছরের অভিজ্ঞতা।
  • বেতনঃ ৯৩০০-২২৪৯০/-

১০। ফুট প্লেয়ার

  • পদসংখ্যাঃ ১ জন
  • যোগ্যতা ও অভিজ্ঞতাঃ এস.এস.সি বা সমমানের পাশ। গান বা সুরের তাল-লয় ও রাগ সম্পর্কে জ্ঞান এবং বংশী বাদক হিসেবে কর্ম অভিজ্ঞতা।
  • বেতনঃ ৯৩০০-২২৪৯০/-

১১। সহকারী সাইন অপারেটর

  • পদসংখ্যাঃ ১ জন
  • যোগ্যতা ও অভিজ্ঞতাঃ এস.এস.সি (ভোকেশনাল) বা সমমানের পাশ। বৈদ্যুতিক এসি/ডিসি ২২০ ভোল্ট পর্যন্ত কাজের অভিজ্ঞতা এবং জনসভায় ব্যহরিত মাইকের যন্ত্রপাতি অপারেটিং ও মেরামতের অভিজ্ঞতা।
  • বেতনঃ ৮৮০০-২১৩১০/-

১২। এপিএই অপারেটর

  • পদসংখ্যাঃ ২২ জন
  • যোগ্যতা ও অভিজ্ঞতাঃ এস.এস.সি (ভোকেশনাল) বা সমমানের পরিক্ষায় উত্তীর্ণ। বৈদ্যুতিক এসি/ডিসি ২২০ ভোল্ট পর্যন্ত কাজের অভিজ্ঞতা এবং জনসভায় ব্যহরিত মাইকের যন্ত্রপাতি অপারেটিং ও মেরামতের অভিজ্ঞতা।
  • বেতনঃ ৮৮০০-২১৩১০/-

১৩। অফিস সহায়ক

  • পদসংখ্যাঃ ৩৩ জন
  • যোগ্যতা ও অভিজ্ঞতাঃ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরিক্ষায় উত্তীর্ণ। সুসবাস্থ্যের অধিকারী।
  • বেতনঃ ৮২৫০-২০০১০/-

১৪। নিরাপত্তা প্রহরী

  • পদসংখ্যাঃ ২৬ জন
  • যোগ্যতা ও অভিজ্ঞতাঃ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরিক্ষায় উত্তীর্ণ। সুসবাস্থ্যের অধিকারী।
  • বেতনঃ ৮২৫০-২০০১০/-

আবেদনকারীদের প্রযোজ্য/অনুসরণীয় শর্তাবলি

https://mcd.teletalk.com.bd ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা মোতাবেক অনলাইনে আবেদন করতে পারবেন। সরাসরি/ডাকযোগে কোন আবেদন কৃত তথ্য গ্রহণ করা হবে না। শুধু বাংলাদেশের স্থায়ী নাগরিকগণ আবেদন করতে পারবেন।

সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স ০১- ০৭-২০২৫ তারিখে সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান সরকারি বিধিবিধান এবং পরবর্তীকালে এ সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন করা হলে তা অনুসরণ করা হবে।

নিয়োগ ও কোটা নির্ধারণের ক্ষেত্রে সরকারের সর্বশেষ বিধিবিধান/জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ জারিকৃত প্রজ্ঞাপন – প্রতিপালিত হবে। কর্মরত প্রার্থীগণকে সরকারি বিধিবিধান অনুসরণপূর্বক অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমোদন গ্রহণ করার মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে।

চাকরিরত সকল প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত ছাড়পত্র/অনাপত্তিপত্র (NOC) এর মূলকপি বাধ্যতামূলকভাবে জমা দিতে হবে।

আরও পড়ুনঃ মেরিটাইম প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রি-সি রেটিং কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি – ২০২৫

প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে

  1. সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র/প্রত্যয়নপত্র/অভিজ্ঞতার সনদপত্র ইত্যাদি।
  2. জেলার স্থায়ী বাসিন্দা হিসাবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভার মেয়র কর্তৃক ইস্যুকৃত নাগরিকত্ব সনদ।
  3. জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদ।
  4. আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙ্গিন ০৩ (তিন) কপি সত্যায়িত ছবি।
  5. মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধা/বীরাঙ্গনার সন্তান হিসাবে আবেদনকারীর পিতা/মাতার মুক্তিযোদ্ধা/মুক্তিযোদ্ধা (বীরাঙ্গনা) সনদ।
  6. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদ।
  7. শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর/ জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক কর্তৃক প্রদত্ত সনদ।
  8. সরকারি ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র ।
  9. প্রযোজ্য ক্ষেত্রে কম্পিউটারে দক্ষতার প্রমাণস্বরূপ সনদ।
  10. ডাউনলোডকৃত Applicants Copy এবং Admit Card এর রঙ্গিন প্রিন্ট কপি ।

আবেদনের সময়সীমা ও নিয়মাবলী

অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় ০১ জুলাই ২০২৫ সকাল ১০:০০টা হতে। অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ২৮ জুলাই ২০২৫ বিকাল ০৫:০০টা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে SMS এ পরীক্ষার ফি জমা দিবেন।

Online আবেদনপত্রে প্রার্থী তার রঙ্গিন ছবি ও স্বাক্ষর স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ KB ও স্বাক্ষরের সাইজ ৬০ KB এর মধ্যে হতে হবে।

পরিক্ষার ফি প্রধান

Applicant’s Copy তে একটি User ID দেয়া থাকবে এবং User ID ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk Pre-Paid Mobile নম্বরের মাধ্যমে ০২টি SMS করে পরীক্ষার ফি বাবদ নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত ক্রমিক নং-০১ হতে ১০ এ বর্ণিত পদের জন্য সার্ভিস চার্জসহ অফেরতযোগ্য ১১২/- টাকা; ১১-১৪ নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য সার্ভিস চার্জসহ মোট ৫৬/- টাকা এবং অনগ্রসর নাগরিক অর্থাৎ ক্ষুদ্র নৃ- গোষ্ঠী/প্রতিবন্ধী/তৃতীয় লিঙ্গের প্রার্থীর জন্য (সকল গ্রেড) ৫০/-টাকা, Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ০৬/- টাকাসহ মোট ৫৬/- টাকা Teletalk pre-paid mobile নম্বররের মাধ্যমে অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিবেন।

প্রথম SMS: MCD <Space>User ID লিখে Send করতে হবে ১৬২২২ নম্বরে। দ্বিতীয় SMS: MCD <Space> Yes <Space> PIN লিখে send করতে হবে ১৬২২২ নম্বরে। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি https://mcd.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে।

SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যর নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক প্রিন্ট করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন।

বিজ্ঞপ্তিটি গণযোগাযোগ তথ্য অধিদপ্তরের ওয়েবসাইট (https://masscommunication.gov.bd/) আরও তথ্য টেলিটক বাংলাদেশ লিমিটেড এর ওয়েবসাইটে www.masscommunication.gov.bd পাওয়া যাবে।

তথ্য সূত্র : আমারদেশ পত্রিকা

নিয়োগ২৪ সতর্কীকরণঃ

নিয়োগ২৪ – একটি অনলাইন জব পোর্টাল। আমরা শুধু চাকরির বিজ্ঞপ্তি গুলো সংগ্রহ করে প্রকাশ করি। চাকরির ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেন করে প্রতারিত হলে নিয়োগ২৪ দায়ি থাকবে না।

‎আমাদের সাথে যুক্ত হোন⬇️

‎Telegram: https://tinyurl.com/5munwx4k

Facebook: https://tinyurl.com/yeyjp77k

‎Instagram: https://tinyurl.com/4sasheye

2 thoughts on “তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে ১৭৭ জন নিয়োগ ২০২৫ – পদ, যোগ্যতা ও আবেদন”

Leave a Comment