(USTC) University of Science and Technology Chittagong job

University of Science and Technology Chittagong (USTC), ফ্যাকাল্টি অব সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ (FSSH)-এ ইংরেজি বিভাগের প্রভাষক পদে নিয়োগের জন্য উপযুক্ত প্রার্থীদের নিকট থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, কিভাবে আবেদন করবেন বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিটি পড়ুন

পদের নাম

English Lecturer in University of Science and Technology Chittagong (USTC)

  • পদের সংখ্যাঃ ২ জন
  • বয়সঃ ন্যূনতম ২৫ বছর
  • অভিজ্ঞতাঃ বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষকতার অভিজ্ঞতা এবং প্রকাশনা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
  • বেতনঃ আলোচনা সাপেক্ষে

শিক্ষাগত যোগ্যতা

ইংরেজিতে বিএ (সম্মান) ও এমএ ডিগ্রি, স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে। ইউজিসি নির্দেশনা অনুযায়ী কমপক্ষে ৩টি প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে।

চাকরির প্রেক্ষাপট

সামাজিক বিজ্ঞান ও মানবিক অনুষদের (FSSH) অধীনে ইংরেজি বিষয়ে প্রভাষক পদে আবেদন আহ্বান করা হচ্ছে, ইউএসটিসি (USTC)-এর বিদ্যমান নিয়ম ও শর্ত অনুযায়ী।

চাকরির দায়িত্বসমূহ

  • (USTC) নিয়ম অনুযায়ী স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পাঠদান করা
  • গবেষণা পরিচালনা ও অনুষদ পর্যায়ে কর্মশালার আয়োজন করা
  • ইউজিসি, BAC ইত্যাদির প্রয়োজন অনুযায়ী ডকুমেন্টেশন প্রস্তুত রাখা
  • কোর্স আউটলাইন, পাঠ পরিকল্পনা, লেকচার ম্যাটেরিয়াল, টিউটোরিয়াল এবং শিক্ষার্থীদের জন্য সময়সূচি প্রস্তুত করা এবং তাত্ত্বিক, টিউটোরিয়াল ও ল্যাব ক্লাস পরিচালনা করা
  • পরীক্ষা গ্রহণ ও সংশ্লিষ্ট কার্যক্রম সম্পাদন করা
  • ‎প্রজেক্ট, ইন্টার্নশিপ, ডিসারটেশন বা থিসিস পরিচালনা ও তত্ত্বাবধান করা
  • শিক্ষার্থীদের পাঠ্য ও সহপাঠ্য কার্যক্রমে অংশগ্রহণে দিকনির্দেশনা ও সহায়তা করা
  • কর্তৃপক্ষের নির্দেশক্রমে প্রশাসনিক দায়িত্ব পালন করা
  • ‎সংশ্লিষ্ট বিষয়ে জ্ঞানের বিকাশে গবেষণা ও পরীক্ষা পরিচালনা করা এবং প্রকাশনা তৈরি করা।

কর্মস্থল

  • অফিস (Work of Office)

চাকরির ধরন

  • ফুল টাইল (Full Time)

কর্মস্থলের ঠিকানা

  • চট্টগ্রাম (Chattogram)

আবেদনের আগে

সাদা কাগজে আবেদনপত্রের সঙ্গে জীবনবৃত্তান্ত (CV), ০২ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র এবং অন্যান্য প্রাসঙ্গিক কাগজপত্র রেজিস্ট্রার, ইউএসটিসি, ফয়’স লেক, চট্টগ্রাম-এর ঠিকানায় পাঠাতে হবে অথবা ইমেইল করতে হবে এই ঠিকানায়: facultysearch.2021@gamil.com

ইমেইলের বিষয় (Subject) লাইনে অবশ্যই পদের নাম উল্লেখ করুন। শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত (shortlisted) প্রার্থীদেরকে সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।

আবেদনের পদ্ধতি

‎আগ্রহী প্রাথীরা উক্ত পদে আবেদন করার জন্য আপনার সিভি ইমেইল করুন। আপনার জীবনবৃত্তান্ত (CV) নিচের ইমেইল ঠিকানায় পাঠান:📧 facultysearch.2021@gmail.com

আবেদনের শেষ তারিখঃ ৫ আগস্ট ২০২৫ ইং

সতর্কীকরণ

‎নিয়োগ২৪ – একটি অনলাইন জব পোর্টাল। আমরা শুধু চাকরির বিজ্ঞপ্তি গুলো সংগ্রহ করে প্রকাশ করি। চাকরির ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেন করে প্রতারিত হলে নিয়োগ২৪ দায়ি থাকবে না।

Leave a Comment